মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জের উন্নত দেশ স্মার্ট অর্থনীতির নতুন বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের উন্নত দেশ স্মার্ট অর্থনীতির নতুন বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক 

স্মার্ট ব্রিগেড মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুজাফর রিপন বিপিএএ এর একটি অসাধারণ উদ্ভাবনী উদ্যোগে বদলে যাচ্ছে গ্রামিন জনপদের কৃষকদের থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জীবনমান। তিনি  বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে (এসবিবি) গড়ে তুলেছেন। 

টিমটির সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে স্মার্ট বাংলাদেশের মৌলিক ধারণার মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ-২০৪১ এর এক্সক্লুসিভ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন। তারাই ধারাবাহিকতা শনিবার (১৬ মার্চ) স্মার্ট সিটিজেন, উন্নত দেশ স্মার্ট অর্থনীতির নতুন বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত হাজী সুবেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামের নারী সমাজ কিভাবে সহজেই যে কোন সেবা বা তথ্য পেতে পারে বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন। 

পরে তিনি স্মার্ট বিগ্রেডের সদস্যদের নিয়ে কাটাখালি এলাকার রোপণকৃত আলুসহ বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। অনুষ্ঠান দুটিতে উপস্থিত থেকে স্মার্ট ব্রিগেডের সদস্যদের উৎসাহিত করেন জেলা প্রশাসন মো. আবু জাফর রিপন। 

এছাড়াও যেকোন পরিস্থিতিতে ভয় না পেয়ে সহজেই জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সমাধানের সহজ পদ্ধতির বিষয়টি উপস্থাপন করে কৃষকদের উদ্বুদ্ধ করেন। 

এসময় জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন ছাড়াও উপস্থিত ছিলেন ডিপি এলজি মো. যুবায়ের হোসেন, সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. নাজমুল হুদা, মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর মো. ছাত্তার মুন্সিসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টিএইচ